Published : 19 Apr 2016, 10:51 AM
যান্ত্রিক এ শহরে গরমের মাত্রা এমনিতেই সবসময় বেশি থাকে! গরমে পিপাসা মিটাতে আর আরাম পেতে অধিকাংশ সাধারণ পথচারী বেছে নেয় ঘুরে ঘুরে বিক্রি করা মানুষের তৈরি এধরণের ভেষজ শরবতকে! ভেষজের গুণাগুণ ও উপকারিতা অবশ্যই আছে, কিন্তু এই শরবতকে আকর্ষনীয় ও সুস্বাদু করতে মেশানো হয় বিভিন্ন রং এবং বরফ মিশ্রিত অপরিশোধিত পানি, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ছবিটি ঢাকার মহাখালী থেকে তোলা।