Published : 19 May 2015, 10:52 PM
আচ্ছা ধরুন! পৃথিবীর সব সুখ আপনাকে দেওয়া হলো; আপনি কি এর সবটাই অনুভব করতে পাড়বেন? বা ধরুন পৃথিবীর সব সম্পদ আপনাকে দেওয়া হলো; আপনি কি এর সবটুকুই ভোগ করতে পাড়বেন? বা পৃথিবীর সব খাবার আপনাকে খেতে দেওয়া হলো; আপনি কি সবটাই খেতে পাড়বেন? ভাল লাগবে?
উত্তরটা আমিই দেই- সব প্রশ্নের উত্তর হবে একটাই; না!
কেন 'না'? আমরা না নিজ সুখের জন্য সব চাই? তাহলে কেন 'না' হবে?
আমার ধারনা- মানুষ অন্যের 'সুখ ও অসুখ' প্রাপ্তিতে নিজের অবস্থানটা বিচার করেই নিজের আকাঙ্ক্ষাকে নির্ধারণ করে থাকে; তারপর নিজের সুখ-অসুখ মনের পাল্লায় মাপতে থাকে!
কিছু কি হলো? লিখে কি সুখ পেলাম; নাকি টেনশন নিলাম?
তবে কি সুখ চেয়ে অসুখ বাড়ালাম?
১৯/০৫/২০১৫