Published : 27 Sep 2014, 10:41 PM
আগামীমাসে শুরু হতে যাচ্ছে ঈদ। আর এই উপলক্ষ্যে শুরু হচ্ছে ঈদের কেনাকাটা। ঈদকে সামনে রেখে ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী "ঈদ ফ্যাশন বাজার-২০১৪"। মানুষের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যেই পাওয়া যাবে এই মেলায়। চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু হবে মেলা শেষ হবে আগামীমাসের ২ তারিখ। গুলশান ১ এ ইমানুয়েল রেষ্টুরেন্টে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজক হিসাবে আছে এ এন্ড জে ( a & j ) , একটি ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান।
মেলারটি মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে, চ্যালেন টুয়েন্টিফোর ও বৈখাশী টিভি। প্রমোশন পার্টনাম হিসাবে রয়েছে কমপিউটার জগৎ। মিডিয়া কভারেজ হিসাবে রয়েছে নকশা।
ইভেন্ট পেইজ লিংক:- https://www.facebook.com/events/731113236939684/?ref=ts&fref=ts