Published : 16 May 2014, 05:28 PM
সকালবেলা থেকেই দেখছি ; বিএনপি-জামাতের সমর্থক গোষ্ঠী ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে জনাব নরেন্দ্র মোদীর জয় দেখে অনলাইনে ব্যাপক লাফালাফি আর ফালাফালি করছে। এদের কাণ্ড দেখে আমি পুড়াই টাসকি খাইছি।
আবার, একটু পর দেখলাম শুধু অনলাইনেই না, অফলাইনেও ব্যাপক লাফালাফি চলছে মোদীর জয়ে? আমাদের আপোষহীন ম্যাডাম, যে কিনা সারাজীবন মুখে মুখে ভারতকে উদ্ধার করে আসলো, আর সেই কিনা রেজাল্ট নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হওয়ার আগেই জনাব মোদীর নিকট অভিনন্দনের ডালি নিয়ে হাজির হয়েছেন।
হায়! হায়! আমি এইসব কি দেখছি? মোদীর জয়ে যাদের খুশি হওয়ার কথা তারা পাচ্ছে ভয়! আর যাদের ভয় পাওয়ার কথা তারা দেখি খুশির চরমে!
—- সেলুকাস, তুমি কোথায়? এসে দেখো যাও বাঙ্গালির কাণ্ড !!!