ইয়্যার অব ট্রেজেডী, গুড বাই

শওকত আলি
Published : 1 Jan 2013, 03:37 PM
Updated : 1 Jan 2013, 03:37 PM

বিদায় ২০১২। চলে গেলে তুমি,সাথে করে নিয়ে গেলে হুমায়ুন আহামেদ,হুমায়ুন ফরীদি,সুভাষ দত্ত,সোহরাব হোসেন,সুনীল গঙ্গোপাধ্যায়ের মত বাংলার বরেণ্য ব্যক্তিদের।তুমি রেখে যাচ্ছ তাজরিন গার্মেন্টসের ১১১ টি মানুষের পোড়া লাশের দগদগে স্মৃতি।বিশ্বজিত হত্যার দায় মোচন না করেই তুমি চলে যাচ্ছ।আমেরিকার স্যান্ডি হুক কিন্ডার গার্টেনের ২০টি নিষ্পাপ শিশু সহ ২৬ জনের মৃত্যু। দিল্লির সেই ধর্ষিতা মেয়েটি চলে গেল ঘর বাঁধার স্বপ্নকে অধরা রেখেই।বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে বাধ্য হওয়া পিংকি নামের মেয়েটি কবরস্থ করা যায়নি ধর্মান্ধদের অত্যচারে।পাকিস্তানে মালালা নামের শিশুটি, পিচাশ ধর্মান্ধদের গুলি খেয়ে মরতে মরতে বেঁচে গেল।সারা মধ্যপ্রাচ্যজুড়ে চলছে রক্তের হোলি খেলা।পত্রিকার পৃষ্ঠায়,টেলিভিশনের খবরে ঘটনা-দুর্ঘটনায় সারা বছর মৃত্যুর সংবাদের আধিক্য ছিল পীড়াদায়ক।

২০১২ বিদায় তোমাকে ,সারা বছর তুমি আমাদের কোন কমেডি দিতে পারলেনা!শুধু বিষাদে ঢেকে দিলে।