Published : 07 Jul 2012, 08:24 PM
বাংলাদেশের অনেকেই মনে করেন অনলাইন শুধু ফেসবুক ও গান, ভিডিও এই সবের জন্য । কিন্তু সেটা অনেক পরিবর্তন হয়েছে । কারন, ইন্টারনেট শুধু এখন ফেসবুক অথবা বিনোদনের বিষয় নেই । আমাদের দেশে অনেক সাইট আছে, যারা পড়ালেখার জন্য কাজ করছে ।এদের ভেতরে অনেকে আছে যারা শুধু শিক্ষা বিষয়ক খবর জানাচ্ছে আবার অনেকে আছে যারা সরাসরি পড়ালেখার বেবস্থাই করেছে । তাই, লেখাপড়া এখন অনেক সহজ হয়ে যাবে যদি অনলাইনের সঠিক ব্যাবহার করতে পারা যায় । আমি আজকে এধরনের কিছু সাইটের লিঙ্ক ও তাদের কাজের ক্ষেত্র নিয়ে পোস্ট করলাম । আশা করি ভালো লাগবে ।
আপনাদের খোঁজে কোন সাইট থাকলে মন্তব্য করে জানান । আমি মুল পোস্ট এ দিয়ে দিব ????
আর যদি কোন সাইট টি বেশি ভালো, সেটা জানালে খুশি হব ????
ধন্যবাদ