পরিত্যক্ত পরৈকোড়া জমিদার বাড়ি

১৬০০ সালের দিকে এই জমিদার বংশের ইতিহাস শুরু হয়।

অজয় মিত্রঅজয় মিত্রনাগরিক সাংবাদিক
Published : 23 April 2023, 07:40 PM
Updated : 23 April 2023, 07:40 PM

চট্টগ্রামের আনোয়ারা থানার পরৈকোড়া জমিদার বাড়ি  ঝাঁকজমকে ভরপুর ছিল এককালে।

জমিদার যোগেশ চন্দ্র রায়  ছিলেন শিক্ষানুরাগী, জনদরদী, মহানুভব এবং দানশীল। এ কারণে ব্রিটিশ সরকার তাকে  রায় বাহাদুর  উপাধি দিয়েছিল বলে জানালেন আইনজীবী সুব্রত কান্তি নাথ।

তিনি বলেন, ১৬০০ সালের দিকে এই জমিদার বংশের ইতিহাস শুরু হয়।

পরে যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট  প্রসঙ্গে ৪৫ বছর বয়সী ভাষ্কর দাশ বলেন, “বাবাদের মুখে শুনেছি, জমিদার যোগেশ চন্দ্র রায়ের বাড়ি সহ সমুদয় সম্পত্তি তাদের উত্তরসুরী প্রয়াত শ্রীমতি পারুল কুসুম রায় ,বাবু বিশ্বশ্বের দাশগুপ্ত, ড. গুরুপদ চক্রবত্তী, আহমদ মিয়া, মরহুম শামসুল ইসলাম, প্রনব দাশ, মরহুম অধ্যক্ষ হোসেন খাঁন, অ্যাডভোকেট জিতেন্দ্রলাল দত্ত সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তির অনুরোধে প্রায় ২৯ বছর পূর্বে তদানিন্তন সংসদ সদস্য জনাব আকতারুজ্জামান চৌধুরী বাবুর সক্রিয় পৃষ্ঠপোষকতায় যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। ”

তিনি বলেন, “স্থানীয় কিছু অধিবাসীরা বলতো, জমিদারের উত্তরসূরি আমেরিকায় বসবাসরত অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. অনিমেষ রায় আরও কয়েকজন গুণীজনকে নিয়ে ১৯৮৮ সালে গঠন করেন যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট ।”

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।