আরও এক মামলায় জামিন পেলেন সেলিম প্রধান

তবে আরও দুই মামলায় জামিন না পাওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2022, 04:59 PM
Updated : 24 August 2022, 04:59 PM

মাদকের মামলার জামিন পেয়েছেন দীর্ঘদিন থেকে কারাবন্দি অনলাইনে জুয়ার কারবারি সেলিম প্রধান।

তবে আরও দু্টি মামলায় জামিন না পাওয়ায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী খাজা গোলামুর রহমান।

বুধবার ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলাম শুনানি শেষে তাকে জামিন দেন।

বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা এ মামলায় জামিন পেলেও এখনও দুটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনি কারামুক্ত হতে পারছেন না সেলিম প্রধান।

তার আইনজীবী গোলামুর রহমান জানান, সেলিম প্রধানের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে দুটি মামলায় তিনি জামিন পেলেন। দুদকের অর্থ পাচারসহ দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

এর আগে মহানগর দায়রা জজ আদালত থেকে বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায়ও জামিন পান সেলিম প্রধান।

বুধবার মাদকের মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাড়ির ব্যবস্থাপক তাজুল ইসলাম ও দারোয়ান রাশেদ সাক্ষ্য দেন।

এরপর সেলিম প্রধানের আইনজীবী আবেদন করলে শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‍্যাব।

এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

সেখান থেকে সাতটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া জব্দ করার পাশাপাশি সেলিমের কর্মচারী আক্তারুজ্জামান ও রোকনকে গ্রেপ্তার করা হয়।

হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওই দিনই সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‍্যাব।

মাদক মামলাটি তদন্ত করে র‌্যাব ১ এর এসআই হারুন অর রশিদ সেলিম প্রধানসহ তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অপর দুই

আসামি হলেন তার সহযোগী আক্তারুজ্জামান ও রোমান।

এরপর ২০২১ সালের ৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক। মামলাটিতে এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্য শেষ হয়েছে।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা রীতিমত ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

এদিকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলার শুনানিকালে তার রুশ স্ত্রী আনা প্রধান আদালিতে হাজির হয়ে স্বামীর সঙ্গে দেখা করেছিলেন।

ওই সময় আনা আদালত পাড়ায় সাংবাদিকদের জানিয়েছিলেন, তার স্বামীর মুক্তির জন্য তিনি প্রধানমন্ত্রীর অনুকম্পা কামনা করেন। প্রায় এক মাস আগে তিনি বাংলাদেশে এসেছেন তার স্বামীর জন্য।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তখন আনা প্রধান বলেছিলেন, আমি আমার স্বামী জন্য আইনি লড়াই করে যাব। স্বামী ও পরিবারকে মুক্ত করার জন্য লড়াই করে যাব।