জামিন হয়নি সেলিম প্রধানের, শুনানির নতুন তারিখ

তার বিরুদ্ধে দুদকের মামলায় বুধবার সাক্ষ্য দিয়েছেন তিনজন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 01:21 PM
Updated : 17 August 2022, 01:21 PM

অনলাইনে জুয়ার কারবারি সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় তার জামিন হয়নি; এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ অগাস্ট দিন রেখেছে আদালত।

বুধবার তার আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চাইলে বিচারক শুনানির জন্য ওই তারিখ ঠিক করে দেন।

এদিন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে এ মামলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ, সিটি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সাব্বির আহমেদ খান ও রেবেকা সুলতানা সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, এ নিয়ে মামলাটিতে ৩৯ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য দিয়েছেন।

বুধবারও সেলিম প্রধানের সঙ্গে তার রুশ স্ত্রী আনা প্রধান দেখা করেন আদালত কক্ষেই।

তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। এরপর ৩১ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

এর আগে ২০২০ সালে ৫৭ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ কোটি টাকা বিদেশে পাচারের এ মামলার অভিযোগপত্র অনুমোদন করে দুদক।

ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‍্যাব।

এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

সেখান থেকে সাতটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া জব্দ করার পাশাপাশি সেলিমের কর্মচারী আক্তারুজ্জামান ও রোকনকে গ্রেপ্তার করা হয়। হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওই দিনই সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

Also Read: দুদকের মামলায় সেলিম প্রধানের বিচার শুরুর আদেশ

Also Read: সেলিম প্রধানের রুশ স্ত্রী ‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’ চান

পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‍্যাব।

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা রীতিমত ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।