বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার সকাল ৬ থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের খবর পান তারা।
এর মধ্যে ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি, ঢাকা বিভাগের গাজীপুর তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জে একটি, বরিশাল বিভাগের গৌরনদীতে দুটি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী একটি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।
যেসব যানবাহনে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে সাতটি বাস, চারটি কভার্ড ভ্যান, দুটি ট্রাক।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। সেই অবরোধ ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। তারপর একদিন বিরতি দিয়ে শুরু হয় তৃতীয় দফার অবরোধ, যা শুক্রবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা।
বিএনপির ডাকা এই অবরোধে সমমনা দলগুলোও সমর্থন দিচ্ছে। এছাড়া বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি দিয়েছে।
এই হরতাল-অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার খবর আসছে। তাতে হতাহতের ঘটনাও ঘটেছে।