কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Published : 22 Mar 2024, 09:45 AM
রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গুদামে লাগা আগুন সাড়ে আট ঘণ্টা পর নিয়ন্ত্রণ করতে পারার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চারতলা একটি ভবনের তিনতলায় আগুন লাগে। সেখানে কাপড়ের গুদাম রয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮ টায় ওই গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে।
“কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও নৌ বাহিনীর দুটি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করেছে।”
তবে গুদামের সব মালামাল বের করে (ডাম্পিং) সেখানে কোনো আগুন নেই, তা নিশ্চিত হওয়ার পরই আগুন পুরোপুরি নির্বাপিত হওয়ার ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার।
আরও পড়ুন: