ফায়ার সার্ভিসের ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে
Published : 21 Mar 2024, 11:52 PM
রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টার দিকে চারতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, “সেখানে কাপড়ের গুদাম রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি বাহিনীটি।