এএসপি পরিচয়ে প্রতারণা, কেরানীগঞ্জে যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে প্রতারণা করতেন ওই যুবক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 12:59 PM
Updated : 1 June 2023, 12:59 PM

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, ওই যুবক পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ারভিটি থেকে মো. লিটন খানকে (৩০) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব- ১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিটন একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

তার কাছে পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, দুটি ল্যাপটপ, ৩টি মোবাইল ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে পুলিশের ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন লিটন।