পাশের ফিলিং স্টেশনের এ কর্মকর্তা আগুন লাগার পরপরই সেখানে ছুটে গিয়ে গ্যাসের লাইন বন্ধ করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন।
Published : 07 Dec 2023, 07:49 PM
ঢাকার মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন খায়ের গাজীর (৪৪) মৃত্যু হয় বলে আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন।
মৃত খায়ের গাজী দুর্ঘটনাকবলিত ফিলিং স্টেশনের পাশের এবিএন সিএনজি স্টেশনের কর্মকর্তা। রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার পরপরই তিনি সেখানে ছুটে গিয়ে গ্যাসের লাইন বন্ধ করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন বলে এবিএন সিএনজি স্টেশনের কর্মকর্তা কামরুল ইসলাম জানান।
আগের দিন বুধবার রাতের এ ঘটনায় দগ্ধ আরও সাতজন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। অন্য তিনজন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে বলে জানান চিকিৎসক তরিকুল।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে রয়েল ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অফিস কক্ষে আগুন লেগে যায় এবং ৮ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসক তরিকুল জানান, খায়ের গাজীর শরীরে ১৫ শতাংশ দগ্ধ হলেও তার শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের ক্ষত ছিল।