বনানীতে নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2024, 09:23 AM
Updated : 7 March 2024, 09:23 AM

রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে বনানীর ৪ নম্বর রোডে এফ ব্লকে ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

নির্মাণাধীন ভবনটির একতলার ছাদ হয়েছে। ভবনের নিচেই টিন দিয়ে স্টোর রুম বানিয়ে বিভিন্ন ধরনের মালামাল রাখা ছিল। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।