যুদ্ধাপরাধ: ময়মনসিংহের ৬ আসামির রায় সোমবার

যুক্তিতর্ক শেষে ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমান রেখেছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2023, 12:16 PM
Updated : 22 Jan 2023, 12:16 PM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে মোখলেসুর রহমান মুকুলসহ ছয়জনের সাজা হবে কি না তা জানা যাবে সোমবার।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার রায় ঘোষণার দিন ঠিক করেন।

প্রসিকিউটর তাপস কান্তি বল জানান, ট্রাইব্যুনাল সোমবার এ মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছেন। রায়ে আসামীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন তারা।

মোখলেসুর রহমান মুকুল ছাড়া অন্য আসামিরা হলেন- সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার।

২০১৭ সালের ২৬ জানুয়ারি এ মামলার তদন্ত শুরু হয়। ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত সংস্থা অনুসন্ধান কাজ শেষে প্রতিবেদন জমা দেয়। পরের বছর ২০১৮ সালের ৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। যুক্তিতর্ক শেষে ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমান রেখেছিল।