শাহজাহানপুরে উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

এ ঘটনায় মামলা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2024, 02:59 PM
Updated : 21 Jan 2024, 02:59 PM

রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, দুই মাস আগে একটি রিট আবেদন খারিজ হওয়ার পর আদালত খিলগাঁও কাঁচাবাজার দুই মাসের মধ্যে খালি করতে নির্দেশ দেয়। দুই মাস ২০ দিন যাওয়ার পরও দখলকারীরা জায়গাটি ছাড়েননি।

রোববার সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েন জানিয়ে আবু নাসের বলেন, এসময় দখলকারীদের হামলায় তিন পুলিশ সদস্য এবং সিটি কর্পোরেশনের তিনজন আহত হন।

এ ঘটনায় সিটি কর্পোরেশন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা নাসের।

আহতদের মধ্যে মেহেদী হাসান (২৪) নামের এক পুলিশ সদস্যের পায়ে শটগানের গুলি লাগে। প্রথমে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসানের সহকর্মী পুলিশ কনস্টবল সজীব হোসেন জানান, অভিযানের সময় লোকজন তাদেরকে ঘিরে ফেলে। তখন ম্যাজিস্টেটের নির্দেশে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়া হলে মেহেদী হাসানের বা পায়ে একটি গুলি লাগে।

মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত) গোবিন্দ্র চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে খিলগাঁও কাঁচাবাজার উচ্ছেদের গেলে একটু ঝামেলা হয়েছে। তবে এখন সবকিছু স্বাভাবিক এবং উচ্ছেদ অভিযান চলছে।”