রাজধানীতে রিকশা থেকে পড়ে আহত তরুণীর মৃত্যু

ঘটনার দিন রিকশায় তার সঙ্গে থাকা বন্ধু তানভীরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2022, 08:36 AM
Updated : 27 Sept 2022, 08:36 AM

রাজধানীতে রিকশা থেকে পড়ে আহত এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

জিনিয়া জয়া নামের ২৭ বছর বয়সী ওই তরুণী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়া শেষ করে ঢাকার স্ট্যামফোর্ড কলেজে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন তিনি।

গত ২৩ সেপ্টেম্বর ধানমণ্ডির ১ নম্বর রোডে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন জয়া।ধানমণ্ডির পপুলার হাসপাতালে নেওয়া হলে সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার বিকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জিনিয়া জয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাটে। ঢাকার হাজারীবাগে মনেশ্বর রোডের একটি বাসায় তিনি ভাড়া থাকতেন।

ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, জয়ার মৃত্যুর ঘটনায় ২৪ সেপ্টেম্বর তার ভাই একটি মামলা করেছেন। ঘটনার দিন রিকশায় জয়ার সঙ্গে থাকা তার বন্ধু তানভীরকে সেই মামলায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণের করা হচ্ছে। প্রাথমিকভাবে রিকশা থেকে জিনিয়ার পড়ে যাওয়ার দৃশ্যটি পাওয়া গেছে। কিন্তু পাশে বসে থাকা কেউ ধাক্কা দিয়েছে কি না, এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।”

ঢাকা মেডিকেলের মর্গে জিনিয়া জয়ার মরদেহের ময়নাতদন্ত হবে বলে ওসি ইকরাম আলী জানান।