ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Published : 30 Jun 2023, 02:07 PM
ঢাকার সদরঘাটে অগ্নিকাণ্ডে তিন তলা ময়ূর-৭ লঞ্চের তৃতীয় তলার পুরোটাই পুড়েছে। তবে এই আগুনে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার সকালে সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে থাকা চাঁদপুর রুটের ‘ময়ুর-৭’ লঞ্চটিতে আগুন ধরে।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে বাহিনীর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
আগুন লাগার পর লঞ্চটি থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যায়। খবর পেয়েই ফায়ার সার্ভিস ছুটে যায় আগুন নেভাতে।
সদরঘাট ওয়্যারহাউজে কর্মরত ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “যখন আসি তখন তিন তলার পুরোটাই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। দু'জন লোক বের হতে পারছিলেন না। তাদের সেখান থেকে আমরা উদ্ধার করি।”
ফায়ার সার্ভিস প্রথমে দোতলায় অবস্থান নিয়ে তিনতলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
মাহমুদুল বলেন, তিন তলার একটি কেবিন থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
“শর্ট সার্কিট, সিগারেট বা কয়েল, যে কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে,” বলেন তিনি।
মাহমুদুল জানান, লঞ্চের তৃতীয় তলার পুরোটাই পুড়েছে। দোতলার দুটি কেবিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
“তদন্ত না করে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে না," বলেন তিনি।
ময়ূর-৭ এ আগুন লাগার পর ঘাটে ভিড়ে থাকা অন্য লঞ্চগুলো দূরে সরিয়ে নেওয়া হয়।