সমস্যা সমাধানের পর বেলা সাড়ে ৩টা থেকে ফের চলতে শুরু করে মেট্রোরেল।
Published : 17 Feb 2024, 03:56 PM
নতুন সূচির প্রথম দিনেই যান্ত্রিক ত্রুটির কারণে আধা ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে মেট্রোরেল।
শনিবার বেলা ৩টার দিকে পল্লবী স্টেশনে একটি ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় ত্রুটি দেখা দেওয়ায় এই বিপত্তি ঘটে।
সমস্যা সমাধানের পর বেলা সাড়ে ৩টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার কথা।
“কিন্তু মিরপুরের পল্লবীতে একটি ট্রেনের দরজা কাজ করছিল না। এজন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।”
এ বিষয়ে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারও বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
‘পিক আওয়ারে’ মেট্রোরেল ৮ মিনিট পরপর
শনিবার থেকে নতুন সূচি ধরে চলাচল করছে মেট্রোরেল।
নতুন সূচি অনুযায়ী, এখন পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে। আর অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট পরপর ছাড়বে ট্রেন।