ভুল চিকিৎসায় মো. ইউসুফ মজুমদার শাকিলের দুটি কিডনি বিকল হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে রিট আবেদনে।
Published : 21 Jan 2024, 08:13 PM
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ‘ভুল চিকিৎসা‘য় কিডনি হারানো মো. ইউসুফ মজুমদার শাকিলকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রোববার এ রুল জারি করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এ হাসপাতালের ডাক্তার এইচ আর হারুনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সেইসঙ্গে বিষয়টি তদন্ত করে আদালত দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বলে রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শাকিল চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ‘ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার এইচ আর হারুনের ভুল চিকিৎসার কারণে’ তার দুটি কিডনিই বিকল হয়ে যায়।
“যে কোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার দুটি কিডনিই দ্রুত পরিবর্তন করতে হবে। সে কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে তিনি হাই কোর্টে রিট আবেদন করেছেন।”