শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা মানতে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 03:29 PM
Updated : 6 March 2023, 03:29 PM

শবে বরাতের রাতে পটকা ও আতশবাজিতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে শবে বরাত পালিত হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Also Read: শবে বরাত ৭ মার্চ