ঢাকার সড়কে এক রাতে ঝরল দুই প্রাণ

একজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2024, 07:02 PM
Updated : 24 March 2024, 07:02 PM

রাজধানীতে রোববার রাতে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

একটি দুর্ঘটনা ঘটেছে হানিফ ফ্লাইওভারে, আরেকটি ঘটেছে জাতীয় সংসদ ভবন এলাকায়।

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল খালেক বলেন, “রাত ৮টার দিকে আইডিয়াল স্কুল বরাবর হানিফ ফ্লাইওভারে নাম না জানা এক ব্যক্তি গাড়ি চাপায় মারা যান।

“ঘটনাস্থলে যাওয়ার পরে মরদেহ ছিন্ন-বিছিন্ন দেখায় ধারণা করা হচ্ছে, একাধিক গাড়ির চাপায় তিনি পিষ্ট হয়েছেন।"

নিহত ব্যক্তি ওই এলাকায় ছিন্নমূল হিসেবে থাকতেন বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

আর রাত পৌনে ৯টার দিকে সংসদ ভবনের কাছে ‘আড়ং'র বিপরীতে সোহরাব (৫০) নামের এক চটপটি বিক্রেতা নিহত হন।

সংসদ ভবন এলাকার চটপটি বিক্রেতা শাহজাহান জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সোহরাব। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহজাহান বলেন, সংসদ ভবন এলাকায় ছাত্তার নামে এক চা বিক্রেতা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সোহরাব। যাওয়ার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।

সোহরাব আগে সংসদ ভবন এলাকায় চটপটি বিক্রি করতেন জানিয়ে শাহজাহান জানান, সোহরাব সবশেষ খিলক্ষেত এলাকায় চটপটি বেচতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সোহরাবকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত বলে জানালে মরদেহ মর্গে নিয়ে রাখা হয়।