বনানীতে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত মা-ছেলে

বনানীর আর্মি স্টেডিয়ামের সামনের বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 05:16 AM
Updated : 12 August 2022, 05:16 AM

রাজাধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন ওই অটোরিকশার যাত্রী মা ও ছেলে।

বনানীর আর্মি স্টেডিয়ামের সামনের বৃহস্পতিবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

নিহত চালক মো. শহিদুল ইসলামের (৫০) বাড়ি যশোরে। আর আহত মালতি রানী (৪৫) এবং বিশ্বজিতের (২৫) বাড়ি নাটোরে।

স্থানীয়দের বরাতে বাচ্চু মিয়া জানান, রাতে দ্রুতগতির একটি গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক ও যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

“আহত অবস্থায় তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।“

তবে কী ধরনের গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছিল সে বিষয়ে কোনো ধারণা পায়নি পুলিশ। আহতরাও রাতের বেলা ঘটনার আকস্মিকতায় অন্ধকারের মধ্যে কিছু বুঝে উঠতে পারেননি।

বাচ্চু মিয়া বলেন, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।