‘অন্যদিন’ এর কার্যালয়ে সাত কপি বই জমা দিতে হবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে।
Published : 26 Aug 2023, 11:44 PM
চলতি বছরের জন্য এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার দিতে বই আহ্বান করা হয়েছে।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কথাসাহিত্যের বই এই পুরস্কারের জন্য বিবেচিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে প্রকাশিত বইয়ের সাত কপি ‘অন্যদিন’ দপ্তরে (৬৯/এফ গ্রীন রোড, ঢাকা-১২০৫) জমা দিতে হবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে। সেই সঙ্গে লেখকের বয়সের সনদও (জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি) জমা দিতে হবে।
২০১৫ সালে প্রবর্তিত এই পুরস্কার দেওয়া হয় দুই ক্যাটাগরিতে। কথাসাহিত্যে অবদান ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা।
আর নবীন সাহিত্য শ্রেণিতে পুরস্কার পেয়ে থাকেন অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সী লেখক। এই ক্যাটাগরির অর্থমূল্য এক লাখ টাকা।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই মারা যান তিনি।