“গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহের পাশপাশি অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে”, বলেন তিনি।
Published : 05 Jan 2024, 04:13 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাশকতা ঠেকাতে বিজিবি সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়েছেন এ বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
তিনি বলেছেন, “সারা দেশে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড কাজ করছে। পাশাপাশি ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সদস্যরা প্রস্তুত আছে।
“এমনকি প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে কোনো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি। গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহের পাশপাশি অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে বিজিবি।”
শুক্রবার দুপুরে ঢাকার বিভিন্নস্থানে দায়িত্বপালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন ঘিরে মাঠে তৎপর র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। ৩ জানুয়ারি মাঠে নামে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। নাশকতা রোধে ভোটের মাঠে তারা টহল জোরদার করেছেন।
বিজিবির মহাপরিচালক বলেন, “সারা দেশে ৪৮৭টি বেজক্যাম্প থেকে ১ হাজার ১৫৫ প্লাটুন (প্রতি প্লাটুনে ৩০ জন) বিজিবি সদস্য শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালন করবেন। এরই মধ্যে আমাদের ৭০০ পেট্রোল টহল টিম দিন-রাত কাজ করে যাচ্ছে।”
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কমতে বা বাড়তে পারে। বিজিবি সে অনুযায়ী সকল প্রস্তুতি নিয়ে রেখেছে।”
নির্বাচন উপলক্ষে এবারই প্রথম চট্টগ্রামের সন্দ্বীপে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য তারা ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানান নাজমুল হাসান।