তেজগাঁওয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে: মেয়র আতিক

মেয়র আতিকুল ইসলামের অভিযোগ, সিটি কর্পোরেশন থেকে পরিদর্শনে গেলে ট্রাক সরিয়ে নেওয়া হয়; তারা চলে গেলেই ট্রাক ফিরিয়ে এনে সড়ক ‘বেদখল’ করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2023, 07:47 AM
Updated : 22 Feb 2023, 07:47 AM

ঢাকার তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক’ সড়কে ট্রাক রাখা নিয়ে সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ট্রাক মালিকরা ‘টম অ্যান্ড জেরি’ খেলা খেলছেন বলে মন্তব্য করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

তার অভিযোগ, সিটি কর্পোরেশন থেকে ‘ট্রাক স্ট্যান্ডের’ সামনের ওই সড়কটি পরিদর্শনে যাওয়ার আগে আগে ট্রাক সরিয়ে নেওয়া হয়; পরে তারা ফিরে গেলেই ট্রাকগুলো ফিরিয়ে এনে সড়ক ‘বেদখল’ করা হয়।

বুধবার ‘মেয়র আনিসুল হক’ সড়কে গিয়ে কথা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, “আমরা এখানে এলে এই রাস্তা খালি হয়ে যায়। আবার আমরা ফিরে গেলে আগের মতই সড়ক দখল করে রাখে। তারা (ট্রাক মালিক) আমাদের আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে টম অ্যান্ড জেরি খেলা খেলছে।“

মেয়রের ভাষ্য, “এই কাজ করে সড়কে যানজট তৈরি হচ্ছে এবং জনভোগান্তি হচ্ছে।“

বেলা ১১টার দিকে আতিকুল ইসলাম সড়কটিতে গিয়েছিলেন। সরেজমিনে দেখা যায় তার আগেই সড়কের দুপাশ দখল করে থাকা ট্রাকগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

মেয়র আতিকুল ওই জায়গায় অবস্থান করার সময়েও মালিক সমিতির অফিসের সামনে সড়ক জুড়ে বেশ কিছু ট্রাক রাখা ছিল। পরে সেখান থেকে ওই ট্রাকগুলোও সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আতিক সড়কটি ঘুরে দেখে সেখানে গাড়ি না রাখতে নির্দেশ দিলে, ট্রাক মালিকরা জানান, গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় জায়গা তাদের নেই। জায়গার ব্যবস্থা করতে মেয়রকে অনুরোধ জানান মালিকরা।

জবাবে মেয়র বলেন, আগে রাস্তা খালি করতে হবে পরে তিনি তাদের কথা শুনবেন।

সাতরাস্তা থেকে রেলক্রসিং হয়ে কারওয়ান বাজার, ফার্মগেইট ও তেজগাঁও রেল স্টেশনের সংযোগকারী এ সড়ক দীর্ঘদিন ট্রাক স্ট্যান্ড হিসেবে বেদখল হয়েছিল। আনিসুল হক মেয়র হওয়ার পর সড়কটি দখলমুক্ত করেন।

সে সময় ট্রাক শ্রমিকরা সিটি করপোরেশন কর্মীদের সঙ্গে সংঘাতেও জড়িয়েছিল। পরে ধীরে ধীরে পুরোনো চেহারাতেই ফিরতে থাকে সড়কটি।

পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি এখানে রিকশার জন্য আলাদা লেইন তৈরি করে দিয়েছি। সেদিক দিয়ে রিকশা চলবে। ফলে ট্রাক রাখতে পারবে না। এ বিষয়টি পুলিশ নিশ্চিত করবে।"

মেয়র আতিকুল ইসলাম জানান এই সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সেটি টেকসই করতে ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কটি ২০১৮ সালের জুনে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নামকরণ করে উত্তর সিটি করপোরেশন।

সম্প্রতি ওই এলাকা ঘুরে দেখা গেছে, তেজগাঁও সাতরাস্তা থেকে ট্রাক স্ট্যান্ডের সামনের সড়ক দিয়ে রেলক্রসিং পর্যন্ত যেতে দুই পাশে ফুটপাত ঘেঁষে তিন ফুট প্রশস্ত আলাদা লেইন করা হয়েছে। এই অংশে বসানো হয়েছে লোহার ব্যারিয়ার। ফুটপাত ঘেঁষা অংশে সংস্কার করা হয়।

এরমধ্যেই অযান্ত্রিক লেইনের বাইরে যানবাহন চলাচলের জন্য আরও দুটি লেইন রয়েছে। ওই দুটি লেইন দখল করে ট্রাক রাখা হয়। দিনের বেলা সেখানে ট্রাক, ভ্যান, পিকআপ থাকে, রাতের বেলা এর সংখ্যা আরও বাড়ে। দীর্ঘসময় যানজট লেগেই থাকে।

পুরনো খবর:

Also Read: দখল ঠেকাতে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের সড়কে রিকশার লেইন