মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ‘চুরির সময়’ ধরা পড়েন তিনি।
Published : 08 Oct 2023, 07:34 PM
রোগীর স্বজন পরিচয় দিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোববার ভোরে তাকে আটকের কথা জানান মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন। ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩১)।
ওসি বলেন, সাত বছর ধরে জাহিদ দেশের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছিলেন। রোগীর স্বজন পরিচয় দিয়ে হাসপাতালে অবস্থান করেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে রোগী ও তার স্বজনদের মোবাইল, মানিব্যাগ ও ভ্যানিটি ব্যাগ নিয়ে সটকে পড়েন।
“একই কায়দায় গত রাতে মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যান এবং রোগীর স্বজন পরিচয় দিয়ে অবস্থান করেন। ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে গেলে পঞ্চম তলার ৫০৭ নম্বর কেবিনে ঢুকে মোবাইল চুরির চেষ্টা করেন। সেসময় রোগীর ঘুম ভেঙে গেলে হাতেনাতে ধরা পড়েন।”