বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
Published : 12 Mar 2023, 07:39 PM
ঢাকার মিরপুর থেকে আটক জামায়াতের ৫৭ নেতাকর্মীর মধ্যে ১০ জনকে একদিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো এসব ব্যক্তিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে তাদের মধ্যে ১০ জনকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক। বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- আব্দুল মান্নান ভূঁইয়া, ফরহাদ হোসেন, আবদুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, তাজিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহিদুল ইসলাম, এস এম কাইয়ুম হাসান।
এর আগে শনিবার রাতে ঢাকার মিরপুরের ক্যাপিটাল টাওয়ারে ‘গোপন বৈঠক’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়; পরে আটটি ককটেল উদ্ধারের তথ্য জানিয়ে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে দারুস সালাম থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন জামায়াতের গ্রেপ্তার ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এ বৈঠকের আয়োজন করেছিল। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ।
এদিকে আসামিদের আইনজীবী আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।