২৪ অক্টোবর সকাল ১১টা থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ১৪ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
Published : 18 Oct 2023, 07:19 PM
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২৪ অক্টোবর সকাল ১১টা থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে ১৪ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে।
১১০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরিশোধ করতে হবে।
ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে।
কোটা থাকায় শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।