সংস্থার চেয়ারপারসন হয়েছেন আইনজীবী জেড আই খান পান্না, নির্বাহী পরিচালক নূর খান লিটন।
Published : 21 Aug 2022, 11:35 PM
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফাতেমা রশীদ হাসান।
শনিবার সংস্থার সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানবাধিকারকর্মী মো. নূর খান লিটন আসকের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংস্থাটির নতুন নির্বাহী পরিষদে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রোকসানা খন্দকার। আর নির্বাহী পরিষদের সদস্যরা হলেন- আইনজীবী ফয়েজ আহমেদ, আইনজীবী রওশন জাহান পারভীন, সানজিদা ইসলাম, মাবরুক আহমেদ ও হেলাল উদ্দিন চৌধুরী।