২৩০৯ পদে নিয়োগ দিতে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 05:35 PM
Updated : 30 Nov 2022, 05:35 PM

সরকারি চাকরির ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ২৩৯ জন, সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪৩৭ জন ও কারিগরি শিক্ষায় ১০৯ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবে।

২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।