নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ উর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত আড়াইটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেদ। তার বয়স হয়েছিল ৫২ বছর।
সোমবার দুপুরে নির্বাচন ভবনে তার জানাজা অনুষ্ঠিত হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাতাতে অংশ নেন। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় নির্বাচন কমিশনের এই কর্মকর্তাকে।
সহকারী সচিব হিসেবে ২০০০ সালের ৬ জুন নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়েছিলেন সাবেদ উর রহমান। দীর্ঘ ২২ বছরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে, মাঠপর্যায়ে জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বও পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করার পর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে মাস্টার্স করেন।
সাবেদ উর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।