আগামী সোমবার বাহিনীর জাতীয় সমাবেশে এ স্বীকৃতি দেওয়া হবে।
Published : 08 Feb 2024, 10:40 PM
সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য ১৮০ সদস্যকে আট ধরনের পদক দিতে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আগামী সোমবার গাজীপুর সফিপুরে বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে তাদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আট ধরনের পদকের মধ্যে আছে- বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ আনসার (সেবা) পদক, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক।
মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ ১০ জন পাচ্ছেন বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক পাচ্ছেন ২০ জন, একজন মরণোত্তরসহ বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছেন ১০ জন, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক পাচ্ছেন ২০ জন, ৫ জন নারীসহ ২০ জন পাচ্ছেন বাংলাদেশ আনসার (সেবা) পদক, ১০ জন নারীসহ ৪০ জন পাচ্ছেন প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, ১০ জন নারীসহ ২০ জন পাচ্ছেন বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক এবং গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পাচ্ছেন ২০ জন নারীসহ ৪০ জন।