সহসা কোনো রদবদল না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় হাবিবুর রহমানই থাকবেন ঢাকার পুলিশের নেতৃত্বে।
Published : 23 Jan 2024, 03:38 PM
ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান, যিনি অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজি) হিসেবে ট্যুরিস্ট পুলিশের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার তাকে ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করে।
সহসা কোনো রদবদল না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় হাবিবুর রহমানই থাকবেন ঢাকার পুলিশের নেতৃত্বে।
হাবিবুর রহমান এই পদে খন্দকার গোলাম ফারুকের স্থলাভিসিক্ত হচ্ছেন। ১১ মাস ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ১ অক্টোবর অবসরে যাচ্ছেন গোলাম ফারুক। তার পরদিন দায়িত্ব নেবেন হাবিবুর রহমান।
নতুন ডিএমপি কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে গুঞ্জন চলছিল গত কয়েকদিন ধরে। এই পদে শোনা জাচ্ছিল চারজন অতিরিক্ত আইজি’র নাম।
ট্যুরিস্ট পুলিশের হাবিবুর রহমানের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাহাবুবর রহমান, সিআইডির মোহাম্মদ আলী মিয়া, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার ওয়াই এম বেলালুর রহমানও ছিলেন আলোচনায়। তাদের মধ্যে হাবিবুর রহমান ছাড়া অন্যরা পঞ্চদশ বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।
১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান সপ্তদশ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ ক্যাডারে সরকারি চাকরি শুরু করেন।
ট্যুরিস্ট পুলিশের নেতৃত্বে যাওয়ার আগে ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর), ঢাকা জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন), ঢাকা রেঞ্জের ডিআইজিসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।
তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন হাবিবুর রহমান। ঢাকা জেলার পুলিশ সুপার থাকাকালে বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করে বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হন তিনি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)