ঝড়ের আভাস: ১০ জেলায় নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

অন্যান্য অঞ্চলের নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 02:54 PM
Updated : 17 May 2023, 02:54 PM

ঢাকাসহ দেশের ১০ জেলায় রাতে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; সম্ভাব্য সেই ঝড়ের শক্তি হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার।

ঝড়ের ব্যাসের মধ্যে থাকা জেলাগুলো হল- রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া ও খুলনা। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তারের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই ওইসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে সর্বোচ্চ ৬১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ সময় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কেটে গেছে তাপপ্রবাহ।

“আগামী তিন দিন এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।”

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে সামান্য।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।