ফারুক ওয়াসিফ দৈনিক সমকাল এর পরিকল্পনা সম্পাদক হিসেবে কর্মরত।
Published : 18 Sep 2024, 11:32 PM
সাংবাদিকতার মানোন্নয়ন ও সংবাদমাধ্যম নিয়ে গবেষণার জন্য নিবেদিত প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে।
আগামী দুই বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই নিয়োগের মধ্য দিয়ে ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক পদে সাংবাদিক জাফর ওয়াজেদের স্থলাভিষিক্ত হলেন।
ফারুক ওয়াসিফ দৈনিক সমকাল এর পরিকল্পনা সম্পাদক হিসেবে কর্মরত।
প্রজ্ঞাপনে বলা হয়েছ, পিআইবি আইন ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হল।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন আবদুল্লাহ
গণমাধ্যম-সংক্রান্ত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪ এর ধারা ১০ (২) অনুযায়ী মুহাম্মদ আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হল।
এম আবদুল্লাহ সাংবাদিক সুভাষ চন্দ বাদলের স্থলাভিষিক্ত হলেন।