“দায় আমাদেরকেও নিতে হবে, কারণ সংস্কার তো হবে না। আর সংস্কার যদি না হয় তাহলে আমরা কোন তিমিরে থাকব আপনারা ভাবুন।"
Published : 17 Feb 2025, 10:59 PM
সংস্কারের জন্য সরকারকে ‘যৌক্তিক’ সময় না দিলে তার দায় রাজনীতিকদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যৌক্তিক জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে প্রতিটি কাজের একটা ন্যূনতম সময় লাগে; নইলে সেটা করা যায় না। সেই জায়গা থেকে সংস্কারের সময়টুকু সরকারকে দিতে হবে।
"আর যদি না দেওয়া যায়, সেটা যদি হয় রাজনৈতিক কারণে, তাহলে সেটার দায় রাজনীতিক যারা আছেন, তাদেরকে নিতে হবে। আমাদেরকেও নিতে হবে, কারণ সংস্কার তো হবে না। আর সংস্কার যদি না হয় তাহলে আমরা কোন তিমিরে থাকব আপনারা ভাবুন।"
কতটুকু সময় চাচ্ছেন, সে বিষয়ে জানতে চাইলে শারমীন এস মুরশিদ সাংবাদিকদের বলেন, "আপনারা জানেন, কীসের ওপর দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। আপনারা সবাই জানেন অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আমরা আলোর দিকে ধাবিত হচ্ছি।
“সেই জায়গাটায় সমাজে যারা আছেন, তারা যদি ধৈর্য ধরে একসঙ্গে মিলে সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটার ভিত্তিতে আমরা যাই করি, নির্বাচনই করি বা কোনো মন্ত্রণালয়ের সংস্কারই করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে।”
ডিসিদের দেওয়া নির্দেশনা তুলে ধরে উপদেষ্টা বলেন, "বিভিন্ন জেলা থেকে আসা ডিসিরা শিশু, নারী ও বয়স্কদের করুণ চিত্র তুলে ধরেন। আত্মহত্যার হার কিছু এলাকায় বেড়েছে। মাদকাসক্তি বাড়ছে মেয়েদের মধ্যেও। নানা প্রভাবে বাল্য বিয়েও বেড়েছে। এসব কথা বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে।”
"এসব সমস্যা সমাধানের দিকে যেতে হলে ভালো তথ্য লাগবে। কিন্তু যথেষ্ট গবেষণা নেই, গবেষণার চর্চাটাই আমাদের নেই। এই জায়গাটা দৃঢ় করতে চাই।”