গত ১৬ জুলাই বিকেলে রায়সাহেব বাজার মোড়ে গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস। গুলিটি তার খাদ্যনালী ভেদ করে আটকে যায়।
Published : 18 Sep 2024, 11:37 PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বসেই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস।
মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বিভাগের দুইজন শিক্ষকের উপস্থিতিতে বুধবার সকালে সেমিস্টারের প্রথম পরীক্ষা দেন। এদিন প্রিন্সিপালস অব মার্কেটিং-২ কোর্সের পরীক্ষা ছিল।
পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ওই দুই শিক্ষক হলেন সহযোগী অধ্যাপক মাহাদি হাসান জুয়েল এবং মো. আল আমিন।
শিক্ষক আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালের রুম হলেও, যথাযথ পরীক্ষা দেওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। অনিকও বেশ স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছে।”
গত ১৬ জুলাই বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়ে রায়সাহেব বাজার মোড়ে আসার আগে আগে চারজন গুলিবিদ্ধ হন। তার মধ্যে অনিক একজন।
গুলিটি তার খাদ্যনালী ভেদ করে আটকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সেখানে অপারেশনের পর ৩১ জুলাই কিছুটা সুস্থ হলে হাসপাতাল ছাড়েন অনিক। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১১ অগাস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।