নতুন প্রশাসককে ১২০ দিনের মধ্য নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
Published : 25 Sep 2024, 08:32 PM
তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি-বিসিএস এর নতুন প্রশাসক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজকে।
তার যোগদানের তারিখ থেকে আগামী ১২০ দিনের মধ্যে ভোটের মাধ্যমে একটি কমিটি নির্বাচন করার জন্যই মূলত তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য অবহিত করা হয়েছে।
দেশে তথ্যপ্রযুক্তির বিকাশ ও সব ক্ষেত্রে এর সুবিধা কাজে লাগিয়ে সার্বিক উন্নয়নকে ত্বরাণ্বিত করার লক্ষ্য নিয়ে ১৯৮৭ সালে গড়ে ওঠে বিসিএস। তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠনটি এরই মধ্যে সুনাম কুড়িয়েছে।
প্রবল গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের হওয়ায় ২০ অগাস্ট বিসিএসের কার্যনির্বাহী কমিটির সভাপতি সুব্রত সরকারসহ সাত সদস্যই পদত্যাগ করেন। ফলে নেতৃত্ব শূন্যতায় পড়ে যায় সংগঠনটি।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সপ্তাহখানেক পরে সমিতির সদস্যরা জরুরি বৈঠক করে বিসিএসের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক হিসেবে বেছে নেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে।
এখন বিসিএস-কে নির্বাচিত কমিটির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিল সরকার।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল বলেছেন, বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বিসিএসের প্রশাসক করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) নাজনীন কাউসার চৌধুরীর সই করা আদেশে নাহিদ আফরোজকে দায়িত্বে বসানোর কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আদেশে বলা হয়েছে, নতুন প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।