ফেইসবুক সচল হলেও মোবাইল ইন্টারনেট দিয়ে চলছে না টেলিগ্রাম।
Published : 02 Aug 2024, 09:23 PM
বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে ফেইসবুক; তবে এখনও কাজ করছে না টেলিগ্রাম অ্যাপ।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুই সপ্তাহ বন্ধ ছিল ফেইসবুক-মেসেঞ্জার। বুধবার সেগুলো চালু হলেও দুদিনের মাথায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে ফের ফেইসবুক বন্ধের অভিযোগ করেন ব্যবহারকারীরা।
মোবাইল ইন্টারনেট দিয়ে ফেইসবুকে প্রবেশ করা যাচ্ছিল না। কাজ করছিল না টেলিগ্রাম অ্যাপও।
সাত ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইলে ইন্টারনেটে ফেইসবুক সচল হয়। তবে বন্ধের সময় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে এসব অ্যাপ ব্যবহার করা যাচ্ছিল।
এদিন সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। জুমার নামাজের পর থেকেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি পালিত হয়েছে। সংঘর্ষ ও প্রাণহানির খবর এসেছে।
ফেইসবুক বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক রাত পৌনে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন বন্ধ ছিল বা কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা, সেটি জানার চেষ্টা করেছিলাম। কিন্তু অফিস বন্ধ থাকায় জানতে পারিনি।”
এর আগে দুপুরে তিনি জানান, ফেইসবুক বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি বা বন্ধের নির্দেশনাও দেননি।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা শুরু হলে গেল ১৭ জুলাই রাত থেকে দুই সপ্তাহ ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক বন্ধ ছিল। পরে ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের চালু হয়।
এছাড়া ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। ধরিগতির ইন্টারনেট ফিরলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেইসবুকের ভূমিকার কথা বলেছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন।
এরপর ৩১ জুলাই ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউব থেকে ই-মেইলে ব্যাখ্যা এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন। এরপর এসব প্ল্যাটফর্ম খোলে।
সচিবালয়ে গত বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, “১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেইসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ এবং ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের বেশি আধেয় সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ।”
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
মোবাইল ইন্টারনেটে ফের 'বন্ধ' ফেইসবুক, সঙ্গে টেলিগ্রামও