হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের চিকিৎসার খোঁজখবরও নেন।
Published : 21 Aug 2024, 01:25 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বিজিবির হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে ঢাকার পিলখানা সদর দপ্তরে বর্ডার গার্ড হাসপাতালে যান সাবেক এই সেনা কর্মকর্তা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, এ সময় হাসপাতালে বাহিনীর চিকিৎসাধীন সদস্যের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের চিকিৎসার খোঁজখবরও নেন তিনি।
পরে আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
বিজিবি মহাপরিচালকসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, কোটা আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন ঘিরে বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে র্যাবে কর্মরত ছিলেন দুজন। এছাড়া আহত হয়েছেন ১৩০ জন।
তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বর্তমানে ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন আছেন।
বিজিবি সদস্য ছাড়াও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য প্রতিষ্ঠানে ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার আহত মানুষ এ হাসপাতালে ভর্তি আছেন।
এর আগে আরো ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।