বর্তমানে হিন্দুদের বিয়েতে নিবন্ধনের সুযোগ রাখা হলেও তা ঐচ্ছিক।
Published : 14 May 2023, 05:43 PM
হিন্দু নারীদের বিচ্ছেদের অধিকার ও সম্পত্তিতে অধিকার কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
একইসঙ্গে হিন্দুদের বিয়ের নিবন্ধন কেন বাধ্যতামূলক করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করে।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয় বিষয়ক সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন, মো. শাহীনুজ্জামান।
হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিত করতে ও হিন্দু বিবাহ নিবন্ধন আইনের অসঙ্গতি দূরীকরণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ নয়টি সংগঠন হাই কোর্টে এই রিট আবেদন করে।
জেড আই খান পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের ফেব্রুয়ারিতে একবার ফাইল করা হয়েছিল, সে আবেদন এটি নয়। এটি নতুন।”
প্রচলিত হিন্দু আইনে বাবা-মায়ের সম্পত্তিতে পুত্র সন্তানের উপস্থিতিতে কন্যা সন্তানের অধিকার নেই। পুত্র সন্তান না থাকলে কন্যা সন্তান প্রয়াত পিতার সম্পত্তি ভোগ-দখল করতে পারে মাত্র। তাছাড়া হিন্দুদের বিবাহ বিচ্ছেদের আইনগত অধিকার নেই।
২০১২ সালে যে হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণীত হয়েছে, তাতে বিয়ে নিবন্ধনের বিষয়টিকে ঐচ্ছিক রাখা হয়েছে।