উপজেলা নির্বাচনে মোট প্রার্থী ৮১৩৩ জন

আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ৪৮১টি উপজেলায় মোট আট হাজার ১৩৩ জন প্রার্থী অংশ নেবেন। এদের মধ্যে ১২ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2008, 12:30 PM
Updated : 31 Dec 2008, 12:30 PM
ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ৪৮১টি উপজেলায় মোট আট হাজার ১৩৩ জন প্রার্থী অংশ নেবেন।
এদের মধ্যে ১২ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন।
তিনি জানান, বুধবার পর্যন্ত দেশের ৪৮১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৬৩৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৯১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এখন চেয়ারম্যান পদে তিন হাজার ৩১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে দুই হাজার ৮৭৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক হাজার ৯৪০ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
গত ১৩ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয় হাজার ৯৭৬টি মনোনয়নপত্র জমা পড়ে।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২২২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৫৪৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২১১ জন মনোয়নপত্র জমা দেন।
যাচাই বাছাইয়ের পর আপিল শেষে ৫০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বুধবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছন। এর মধ্যে দু'জন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান এবং সাত জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সর্বোচ্চ ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আব্দুল বাতেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/জেকে/০০৩২ ঘ.