বরগুনায় গৃহবধুকে পিটিয়ে হত্যা, তিন খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের আমতলা গ্রামের গৃহবধু হামিদা বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2008, 06:20 AM
Updated : 15 Sept 2008, 06:20 AM
বরগুনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের আমতলা গ্রামের গৃহবধু হামিদা বেগমকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করা হয়েছে তার লাশ।
এ ঘটনায় হামিদার স্বামী বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের স্ত্রীসহ আরও দুটি খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমিন গ্রামবাসীর বরাত দিয়ে জানান, বছর দেড়েক আগে হামিদার প্রথম স্বামী নান্না মিয়াকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়। নান্নাকে হত্যার তিনমাস পরে হামিদাকে বিয়ে করে বাচ্চু মিয়া।
হামিদাকে বিয়ের পর বাচ্চু মিয়া তার প্রথম স্ত্রী নিরু বেগমকে বিষ খাইয়ে হত্যা করে। সর্বশেষ হামিদাকে হত্যা করা হয়।
তিনি জানান, হামিদার মা জাহানারা বেগম পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.