১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধানের দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ খাঁন।
Published : 11 Jun 2024, 09:20 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে এক অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শালের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম সাজমুল হাসান মঙ্গলবার ওই অনুষ্ঠানে হাসান মাহমুদ খাঁনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।
এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে গত ২৬ মে বিমানবাহিনী প্রধানের দায়িত্ব দেওয়ার কথা জানায় সরকার। ১১ জুন থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন।
১৯৮৬ সালের ১৫ জুন বাংলাদেশ বিমানবাহিনীর জিডি (পি) শাখায় কমিশন পাওয়া হাসান মাহমুদ খাঁন তার কর্মজীবনে বিমান বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
এ বাহিনীর নেতৃত্ব পাওয়ার আগে তিনি সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) ও সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিমান সদরের বিমান পরিচালন পরিদপ্তর, গোয়েন্দা পরিদপ্তর ও পরিকল্পনা পরিদপ্তর এর পরিচালক, প্রধান পরিদর্শক, বিমানবাহিনী একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট এবং চিফ ইন্সট্রাক্টর, মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডেপুটি কমান্ড্যান্টও ছিলেন তিনি।
১৯৬৬ সালের ২০ জুন ঢাকার জন্মগ্রহণ করেন হাসান মাহমুদ খাঁন। বিমানবাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি পড়েছেন নটরডেম কলেছে। পরে মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং তার স্ত্রী সালেহা খান এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক-জননী।
পুরনো খবর