ফাহিম আহমেদ নামের একজন ফেইসবুকে লেখেন, “সেনাপ্রহরায় শিল্পকলা একাডেমির গ্যালারি থেকে ৫২, ৭১ এর ছবি মুছে ফেলে আঁকা হলো ২৪ এর ছবি!”
Published : 17 Jan 2025, 05:49 PM
বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারি থেকে বায়ান্ন ও একাত্তরের ছবি মুছে চব্বিশের গণঅভ্যুত্থানের ছবি আঁকা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, তাকে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ বলছে একাডেমি কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো শিল্পকলা একাডেমির এক বার্তায় বলা হয়, “একাডেমির কোনো গ্যালারি থেকে ৫২ কিংবা ৭১-এর কোনো ছবি মুছে ফেলা হয়নি।
“উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে; যার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।”
ফাহিম আহমেদ নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শুক্রবার লেখা হয়, “সেনাপ্রহরায় শিল্পকলা একাডেমির গ্যালারি থেকে ৫২, ৭১ এর ছবি মুছে ফেলে আঁকা হলো ২৪ এর ছবি! তীব্র নিন্দা জানাই।“
এরপর ব্লগার আরিফ জেবতিক ও অপরাজিতা সংগীতাসহ কয়েকজন সেই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে বিষয়টির সত্যতা জানতে চান। এছাড়া অনেকেই পোস্টটি শেয়ার করেন।