একজন ইফতার কিনতে বের হয়ে, অপরজন ইফতারের জন্য বাসায় ফেরার পথে সড়কে দুর্ঘটনায় পড়েন।
Published : 04 Mar 2025, 09:58 PM
রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় ও এলিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় দুই ব্যবসায়ীর প্রাণ গেছে।
মঙ্গলবার বিকালে ইফতারের জন্য বেরিয়ে তারা দুর্ঘটনায় শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
মালিবাগে নিহত পলাশ মোল্লা (৩৬) মতিঝিলে ‘বিনিময় মানি এক্সচেঞ্জ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন। ঢাকার দক্ষিণ বনশ্রীতে স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে থাকতেন। বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।
আর এলিফ্যান্ট রোডে দুর্ঘটনায় প্রাণ হারানো আব্দুল মান্নান (৬১) টেইলার্স মালিক। জিগাতলা ট্যানারি মোড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন। বাড়ি গাইবান্ধা সদরে।
পলাশকে ঢাকা মেডিকেলে নেওয়া সৈয়দ জুলফিকার নামে এক ব্যক্তি বলেন, “মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে লোকটি যাচ্ছিলেন। সেখানে ভিক্টর ক্লাসিক পরিবহনের ধাক্কায় সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেলে নিলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পলাশের ভাতিজা রেজওয়ানসহ অন্য স্বজনরা ছুটে যান হাসপাতালে। তারা বলছেন, মতিঝিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ইফতারের জন্য তিনি বাসার দিকে যাচ্ছিলেন। সেসময় দুর্ঘটনায় পড়েন।
অপরদিকে মান্নানকে ঢাকা মেডিকেলে নেওয়া ব্যবসায়ী মো. হাবিব বলেন, এলিফ্যান্ট রোডে তাদের পাশাপাশি দোকান। বিকাল সাড়ে ৫টার দিকে মান্নান ইফতার আনতে বেরিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের লাশ মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন।