গত শনিবার তার বিরুদ্ধে হত্যা মামলা হয়।
Published : 07 Oct 2024, 01:06 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার মিরপুরে মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শাহআলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মুক্তাকিম মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত শনিবার মিরপুর মডেল থানায় একটি মামলা হয়।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে।
অপর এক বার্তায় ডিএমপি জানায়, রোববার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্সের সামনের সড়কে একটি প্লাস্টিকের ব্যাগ থকে ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি ওয়্যারলেস সেট উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ।