আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Published : 06 Mar 2025, 11:31 AM
ঢাকার ভাসানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, “বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
“মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।
আগুন নেভাতে গিয়ে বস্তির বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “হঠাৎ একটা ঘরে আগুন লাগছিল। আগুন আমরা প্রায় নিভে ফেলছিলাম। এরমধ্যে একটা সিলিন্ডার বার্স্ট হলে আগুন ছড়িয়ে পড়ে।”
আগুন নেভাতে গিয়ে সিরাজুলের পিঠ পুড়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বস্তির আরেক বাসিন্দা বন্যা আক্তার বলেন, “আমাদের পাশের বাসায় দেখলাম ধোঁয়া বাইর হইতাছে। পরে দেখি আগুন।”
অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা সদস্যরা।
বস্তির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সেখানে তার একটি দোকান আছে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন। ছেলে কলেজে যায়। দোকানে তখন তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সুযোগে লোকজন দোকানটিতে লুটপাট চালিয়েছে।